Crime News tv 24
ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিআরপির প্রধান উপদেষ্টা সেলিম প্রধানের সংবাদ সম্মেলন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
জুলাই ১৯, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের পদযাত্রা শেষে ফেরার পথে রূপগঞ্জের এনসিপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)’র দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। শনিবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় জেবি গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি হামলার প্রতিবাদ জানান।
হামলার স্বীকার ইফতেখার ভুইয়া রিদিম বলেন, নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় অংশ নিতে রূপগঞ্জ থেকে ২ শতাধিক এনসিপি কর্মী যায়। শুক্রবার সন্ধ্যায় পদযাত্রা শেষে ফেরার পথে রূপসী এলাকায় দূর্বত্তরা এনসিপির কয়েকজন কর্মীর উপর অতর্কিত হামলা চালায়। এসময় রিদিম, শান্ত ও সামিউল নামে তিনজন আহত হয়। এসময় তাদের কাছে থাকা ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)’র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন, আগে তো আপনাদের মামলা হামলার কারণে পালিয়ে বেড়াতে হতো। আপনারা ঠিক মতো কথা বলতে পারতেন না। ছাত্রদের কারণে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আর সেই ছাত্রের উপরই আপনারা হামলা চালাচ্ছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রূপগঞ্জে কোন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক বেচাকেনা চলবে না। আমি আপনাদের সকলকে নিয়ে একটি সচ্ছ রূপগঞ্জ গড়তে চাই। শিল্প কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন শিল্প কারখানায় দলীয় কোন নেতাকর্মী চাঁদাবাজি করতে গেলে আমাকে জানাবেন বাকীটা আমি দেখবো। কোন চাঁদাবাজির স্থান রূপগঞ্জে হবে না।