চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান(২১) এবং হাবিবুর রহমান ( ৫০) নামে দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালিয়ে জীবননগর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এ আদেশ দেন।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের বাজার এলাকায় কোনো ধরনের ইজারা ছাড়াই ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। দুপুরে এসিল্যান্ড সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লার পুত্র হাসানুজ্জামান ও মোসলেম আলীর পুত্র হাবিবুর রহমান কে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, এলাকায় বিলের উপরিভাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩এর ৭ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।