Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সহিংসতার পর যৌথ অভিযানে আটক-২০ / পরিস্থিতি স্বাভাবিক।

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশে বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, সংঘর্ষ ও বিশৃঙ্খলার পরবর্তী সময়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, সহিংসতার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোতে।