Crime News tv 24
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে অবরোধ।

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ রুখতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং এর সহযোগী ছাত্রসংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সড়কের কাঠি, ভোজরগাতীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অবরোধের চিত্র দেখা যায়।

এর আগে সকালে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ব্যাপক উত্তেজনা ছড়িয়ে দেয়।

পরবর্তীতে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থক ছিলেন।

ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।