Crime News tv 24
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় নিরাপদ মাংস ক্রয় নিশ্চিতকরণ সভা।

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:-
জুলাই ১৪, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর প্রয়োগ সংক্রান্ত বিধিমালা-২০২১ মোতাবেক ক্রেতাদের মানসম্মত ও নিরাপদ মাংস প্রাপ্তি নিশ্চিত করনের লক্ষে পাইকগাছার গোস ব্যবসায়ী (কসাইদারদের) সাথে সময়োপযোগী এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার(১৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়ের পরিচালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। আরো উপস্থিত ছিলেন, পৌর সদরের গোস ব্যবসায়ী(কসাই) মোঃ আবুল কালাম, মোঃ ইসমাইল হোসেন, আঃ সবুর।

এ সময় পাইকগাছার মাংস ক্রেতাদের নিরাপদ মাংস প্রাপ্তির লক্ষে পশু জবাই এর ২৪ ঘন্টা আগে(অর্থাৎ জবাই এর আগের দিন) সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে গরু-ছাগল পরিক্ষা-নিরিক্ষা করা সহ মাংসের দোকানে ফ্রিজ না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। মাংস ব্যবসায়ীদের জন্য এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হয়েছে। কোন প্রকার ব্যর্তয় হলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উল্লেখ্য, বেশ আগে থেকে পৌর সদর সহ উপজেলার বিভিন্ন এলাকায় পঁচা মাংস ও ফ্রিজে রাখা মাংস বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।