Crime News tv 24
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাংলার বাঘিনী কন্যা ফুটবলার ঋতুপর্ণার মায়ের উন্নত চিকিৎসার দাবি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির।

নিজস্ব প্রতিবেদক:-
জুলাই ৬, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এক যৌথ বিবৃতিতে বাংলার গর্ব, জাতীয় নারী ফুটবল দলের সাহসী কন্যা ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের উন্নত চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ঋতুপর্ণা শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি বাংলার সম্ভ্রম, সম্মান ও আত্মবিশ্বাসের প্রতীক। তাঁর মা বর্তমানে গুরুতর অসুস্থ। একজন জাতীয় ক্রীড়াবিদের পরিবারের প্রতি রাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে। তাই তাঁর মায়ের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা নৈতিক ও মানবিক দায়িত্ব।

তারা আরও বলেন, বাংলাদেশের নারী ফুটবল আজ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। এই কৃতিত্বের পেছনে ঋতুপর্ণার মতো খেলোয়াড়দের অসামান্য অবদান রয়েছে। এইসব জাতীয় সম্পদ রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে।

যৌথ বিবৃতিতে অবিলম্বে ঋতুপর্ণার মায়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।