Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ:-
জুলাই ৩, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবি,হেনস্তা করা এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেয়ার ব্যাপক অভিযোগ উঠেছে। এ বিষয় প্রতিকার চেয়ে গত রবিবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ডিলার জামিল আহমেদ।

তিনি কালিয়া উপজেলার মহাজন বাজারে বিএডিসি অনুমোদিত সার ও বীজের ডিলার। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের নামে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জামিল আহমেদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ করে আসছেন। মাল গুদামজাত করার ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু প্রতি চালানের সময়ই কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে হেনস্তা করেন এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, ইভা মল্লিক জামিলের ডিলারশিপ বাতিল করে মহাজন বাজার

এলাকার সামিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে ডিলারশিপ দেয়ার প্রস্তাব দেন। বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু সামিউল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তিনি ৭০ হাজার টাকা নিয়ে গেলে ইভা মল্লিক তা ফিরিয়ে দিয়ে বলেন, ‘এক লাখ টাকা না হলে ডিলারশিপ দেয়া হবে না।’ সার্বিক বিষয় কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের ব্যবহৃত নাম্বারে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিছিপ করেনি।