গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গণমাধ্যমকর্মী সাংবাদিক জসিমের আড়াই বছরের কন্যা আফিফা নিজ গ্রামে পানিতে ডুবে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিশু আফিফার মর্মান্তিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে , গোপালগঞ্জ জেলার সকল সাংবাদিক এবং তার আত্মীয়স্বজন।
এক শোকবার্তায় তারা বলেন,
“আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন এই নিষ্পাপ শিশুর আত্মাকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারকে এই অসহনীয় দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন।”
সাংবাদিক জসিম ও তার পরিবার এই মুহূর্তে চরমভাবে ভেঙে পড়েছেন। এলাকাবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।