মানবতা ও দ্রোহের অসামান্য ও বহুমুখী প্রতিভার অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ ২৫ মে ২০২৫ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা গ্রামের আটচালা ঘরের পাশে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ; বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ।