Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী(দুই)-০২ যুবলীগ কর্মী গ্রেফতার।

Link Copied!

মৌলভীবাজার সদর উপজেলায় পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রশান্ত দাশ ও মিন্টু মিয়া।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে শহরতলীর সুইসগেইট (মনু ব্রিজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি অভিযানে প্রশান্ত দাশকে গ্রেফতার করা হয়। পরে রাত ১১টার দিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের চেরাগ মিয়ার ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাব্বি মিয়া জানান, গত বছরের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে আন্দোলনকারীদের ওপর দা দিয়ে সন্ত্রাসী হামলা চালান প্রশান্ত দাশ। একই ঘটনায় মিন্টু মিয়াও ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান।