Crime News tv 24
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে (চার)০৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

সুজন আহমেদ নিজস্ব প্রতিনিধি:-
মে ১৪, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন।

বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান চালান। অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে খাবার সামগ্রী উৎপাদন ও বিপণন বিষয়ে তদারকি করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য (আইসক্রিম ও বেকারী পণ্য) তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মেসার্স মুসা আইসক্রিমের স্বত্বাধিকারী মো. সুমন আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, একই ধারায় মেসার্স শাপলা সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. মিরাজ আলীকে ২০ হাজার টাকা, মেসার্স মুবিন সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. তোফায়েল আহমেদকে ২০ হাজার টাকা এবং মেসার্স আরজু ফুডের স্বত্বাধিকারী মো. আলীমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানে এক ফ্রিজ অপরিচ্ছন্ন আইসক্রিম ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানসমূহকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিজাম উদ্দিন ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।