বাগেরহাটের রামপাল উপজেলা যুবদলের এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ মে খুলনা বিভাগীয় সেমিনার সফলের লক্ষে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৭ টায় রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আগামী ১৬ মে খুলনা বিভাগীয় সেমিনার সফলের লক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনাশীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। এ সমাবেশ সফল করতে বাগেরহাটের রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস,এম আলমগীর কবির বাচ্চুর সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, সাবেক সহসভাপতি শাহেদ শামীম বাদশাহ, সাবেক সহসভাপতি মাসুমুর রহমান মসুম, সাবেক সহসভাপতি রায়হান জোয়ার্দার, সাবেক সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান পিয়াল, সাবেক সহসভাপতি এস, এম মহাশীন হোসেন খোকন, যুব নেতা শাহিনুর রহমান পলাশ, যুব নেতা ইসমাইল মোল্লা খোকন, আল ইমরান জনি, যুব নেতা গাজী ইকবাল হোসেন, যুবদল নেতা শেখ তারেক আনাম প্রমুখ। বক্তারা তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে রামপাল থেকে যুবদল ও ছাত্রদলের সকল পর্যয়ের নেতাকর্মীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।