Crime News tv 24
ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে আ.লীগের নেতার হামলায় মুদী দোকানদার আহত

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ
এপ্রিল ২৩, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় সাহাম্মদ (৫০)নামক এক মুদী দোকানদার বর্বরোচিত হামলা করেছে আ.লীগের নেতা মোতালেব।তিনি গোলাম সারোয়ারের সাথে রাজনীতি করেনে এবং নেশা ক্রয়-বিক্রয় সাথে জরিত বলে জানান এলাকাবাসী।সাহাম্মদ উত্তর বালাশুর গ্রামের ইসমাইল উকিলের ছেলে।একই এলাকার আ: রশিদ মাদবরের ছেলে মোতালেব মাদবর (৩২)এর বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

বুধবার বেলা ১১টার সময় নিজ দোকান ঘরের ভিতর এই হামলার শিকার হন বলে জানাজায়। ভুক্তভোগী সাহাম্মদ এর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে মোতালেব মাদবর এর বিরুদ্ধে একটি লেখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে আরো জানাজায়, সাহাম্মদ বিগত ১০ বছর ধরে উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় একটি মুদীদোকান পরিচালনা করে আসছেন, আ: রসিদ মাদবরের ছেলে আ: মোতালেব প্রায়ই তার দোকান থেকে বন্ধু বান্ধব নিয়ে সিগারেট ও অন্যান্য মালামাল বাকি নিয়ে আসতো কিন্তু সময় মতো বাকি টাকা পরিশোধ করতো না, টাকা চাইলে আজকাল বলে ঘুরাঘুরি করতো, বরাবরের মতো আজ সিগারেট বাকি চাইলে আমি আগের বাকি টাকা পরিশোধ করতে বল্লে আমাকে মোতালেব সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে আমার দোকানের মধ্যে ঢুকে আমাকে উপর্য্যপুরী কিল-ঘুষি মারে এবং মোতালেব রাস্তার পাশ থেকে কাঠের ডাঁসা এনে আমার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে এবং আমার দোকানের ক্যাশ হতে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ এক লক্ষ টাকা লুট করে, আমার স্ত্রী আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মোতালেব মাদবর কয়েকটি ঘুষি মারে, আমাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এবিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিচ্ছি।