মৌলভীবাজার সদর উপজেলার সানন্দপুর গ্রামে মিথ্যা সংবাদ সম্মেলন ও মিথ্যা মামলা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (২২ এপ্রিল) মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত ছামছু মিয়ার ছেলে মো. কয়েছ মিয়া।
তিনি জানান, তপশীল বর্ণিত ভূমি- জেলা মৌলভীবাজার, উপজেলা : মৌলভীবাজার সদর, মৌজা সানন্দপুর, জেএল ৪৪,
মালিক :১। হাজী আর্শ্বদ মিয়া, পিতা, ফয়জুর রহমান, ২। বিবিজান বিবি, স্বামী : আর্শ্বদ মিয়া, সাং সানন্দপুর, আরএস খতিয়ান নং ৪২ আরএস দাগ নং ১৫৩, বাড়ি রকম ৪৭ শতক ভূমি।
কিন্তু সম্প্রতি সদর উপজেলার কথিত আব্দুল গনির পক্ষে দূর্গাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা’র ছেলে আবু সাহিদ ভুট্টু আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কয়েছ মিয়া অভিযোগ করেন, “১৬ এপ্রিল ২০২৫ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার আদালতে মিথ্যা ভিত্তিহীন অভিযোগে পিটিশন মামলা ৯৮/২০২৫ দায়ের করে।দায়ের কৃত পিটিশন মামলা বর্তমানে সদর থানা তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য রয়েছে।
সংবাদ সম্মেলনে কয়েছ মিয়া বলেন, আমি ও আমার পরিবার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগে মানহানিকর উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।