২৬ এপ্রিল, শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’ এর উদ্যোগে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল ও যোগদান করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন দরবার, প্রতিষ্ঠানে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় ও গনসংযোগ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার এবং বাংলাদেশে ইসরাইলের পণ্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধের দাবীতে অনুষ্ঠেয় উক্ত ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ প্রোগ্রাম সফল করা প্রত্যেক বিবেকবান মানুষের এবং মুসলমানদের ঈমানী দায়িত্ব।
উক্ত মহাসমাবেশ উপলক্ষে আজ ২২ এপ্রিল, মঙ্গলবার বুড়িচং উপজেলার আখতারিয়া দরবার শরীফ ইন্দ্রবতি, ভরাসার তৈয়্যবিয়া দরবার শরীফ, মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং শাহী দরবার শরীফ, শিবরামপুর হোসাইনিয়া দরবার শরীফে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ মূলত মজলুম ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানানোর মহাসমাবেশ। যেখানে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে জালেম ইসরায়েলের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের মহাসমাবেশ । উক্ত সমাবেশে শান্তি প্রিয় বিবেকবান সকলের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। প্রতিনিধি টিমে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদেরী, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, হাফেজ মোঃ মোশাররফ হোসেন,পীরজাদা মোঃ আবু কাউছার ও মোঃ রাসেল। এসময় আখতারিয়া দরবার শরীফের পক্ষে উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মাদ নাজির রাজা- গদ্দীনশীন পীর সাহেব- আখতারীয়া দরবার শরীফ, হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রজবী,মাওলানা রবিউল রাজা- ইমাম, পীর যাত্রাপুর, মাওলানা ওমর ফারুক শিকারপুর, আবদুল ওয়াদুদ ইছাপুরা, শিক্ষক
মাওলানা মোহাম্মাদ কাউছার। তৈয়্যবীয়া দরবার শরীফের পক্ষে আওলাদবৃন্দ- এ টি এম আবুল বাশার, এ টি এম মাহাবুবুল বাশার, মো: শাহরিয়ার কাইয়ুম (দিপু), হেদায়েত উল্লাহ (জুয়েল), আজহারুল আনোয়ার (নেওয়াজ), এছাড়া অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আবুল হোসেন আল কাদেরী, পীরজাদা মাওঃ মোঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী সহ আরো অনেকে।