Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

১৮ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, উদ্ধার করল সেনাবাহিনী

admin
মার্চ ২১, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ ও ভিডিওধারন করার অভিযোগ উঠেছে ফজলু হক (৪৮) নামের এক গাড়ি চালকের বিরুদ্ধে।

অভিযুক্ত ফজলুল উপজেলার চর গোকুন্ডা ইউনিয়নের মৃত টেংরা মামুদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ফজলু ও তার স্ত্রী রোজিনা পলাতক আছেন।

স্থানীয়রা জানান, ফজলু ও তার স্ত্রী মিলে ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২ মার্চ ফজলুর স্ত্রী রোজিনা ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে স্ত্রীর সহযোগিতায় ফজলু জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি গোপন করে টানা ১৮ দিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণের ভিডিওধারন করে।

ঘটনা জানাজানি হলে সংবাদের ভিত্তিতে দুপুরে সেনাবাহিনীর সদস্যরা ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে রাজারহাট থানায় পাঠানো হয়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন ধরে ফজলু ও তার স্ত্রী আমাকে কুপ্রস্তাব দিয়ে আসত। রাজি না হওয়ায় আমার সাথে জোরপূর্বক খারাপ কাজ করে।বাইরে বললে আমার সাথে শারীরিক সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি এর বিচার চাই।’

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমার মেয়ে হারিয়ে গেছে অনেক খোঁজাখুজি করেছি। আমার মেয়ের সাথে এমন ঘটনার করার অপরাধীর বিচার ও শাস্তি চাই।’

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে রাজারহাট থানা পুলিশের কাছে পাঠানো হয়। অভিযুক্ত ফজলুর বাড়ি থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’