Crime News tv 24
ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত-০২

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে প্লাবন (১৮) ও সৌরভ (১৯) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার ( ৯ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার উলিপুর- চিলমারী সড়কে এ দূর্ঘটনা ঘটে৷

নিহত সৌরভ উপজেলার পান্ডুল ইউনিয়ের ঢেকিয়ারাম গ্রামের বক্কর আলীর ছেলে ও প্লাবন একই এলাকার বকিয়ন আলীর ছেলে।
এবং দুজনেই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, ওই ২ মোটরসাইকেল আরোহী চিলমারী থেকে বাসার উদ্দেশ্যে আসছিলো এরমধ্যে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীর পাতা উলিপুর-চিলমারী সড়কে পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘনটাস্থলেই সৌরভ মারা যায় এবং প্লাবনকে অসুস্থ অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

তবে ট্রাকটির বিষয়ে কোন তথ্য জানাননি প্রত্যক্ষদর্শীরা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা যায় নি। পরিবারের লোকজন চাইলে আইনগত সহায়তা করা হবে