চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের আয়োজনে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সমেত দুইশোর বেশি শিক্ষার্থী তিনটি বাসে করে রওনা হয় রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক পরিভ্রমণে।
সকালে শিক্ষা সফর ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
এরপর সকালের নাস্তা শেষে যার যার মতো করে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটায় ও পরে খেলাধুলা (বালিশ খেলা) অনুষ্ঠিত হয়। খেলা শেষে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। যেখানে ছিল একাধিক আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।