Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর দারিয়াপুরে বিচুলী বোঝাই ট্রাকে অগ্নিকান্ড আগুন

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুর বিচালি বোঝাই ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে,ট্রাক চালক প্রাণে রক্ষা পেলেও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার ১৯ ফেব্রুয়ারী-২০২৫ দুপুরের দিকে ঢাকা মেট্রো ট ১১-৫৬৭১ নাম্বারের একটি ট্রাক মেহেরপুর থেকে বিচুলী বোঝাই করে মুজিবনগরের কার্পাসডাঙ্গা যাবার উদ্দেশ্যে রওনা দেয়ার পর পতিমধ্যে বৈদ্যুতিক তার স্পর্শ করার পর ট্রাকের বিচালিতে আগুন লেগে যায়, এ সময় চালক জীবন বাজি রেখে দারিয়াপুর ফুটবল মাঠে প্রবেশ করে, সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আগুনের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চালক আক্তার হোসেন আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দারিয়াপুর ফুটবল মাঠে গাড়িটি ঘোরাতে থাকে,এ সময় বেশ কিছু বিছুলী নিচে পড়ে গেলেও আগুনের লেলিহান শিখা তীব্রতর হয়।
পরে খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, অতিরিক্ত বিচালী বোঝায় নিয়ে ট্রাকটি আসার সময় বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিচুলিতে আগুন লেগে যায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।