বরিশাল নগরী নিউ সার্কুলার রোড এলাকায় পাওনা টাকা দিতে দেরি হওয়ায় শাহীন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে পাওনাদার। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় নিউ সার্কুলার রোড এলাকার স্বপের দোকানের সামনে বসে হামলার ঘটনা ঘটে।আহত শাহিন নিউ সার্কুলার এলাকার হারুন মোল্লার ছেলে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আহত সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘদিন যাবত তার এলাকার রিপন মিয়ার অটো ভাড়া চালায়। কয়েকদিন আগে রিপনের কাছ থেকে ১ হাজার টাকা ধার আনে অটোচালক শাহীন।এবং সেই টাকা বুধবার দিন পরিশোধ করার কথা।
অথচ অটোর মালিক রিপন মঙ্গলবার দিন সকাল থেকে শাহিনের কাছে পাওনা টাকা চায়।এবং শাহিন বুধবার দিন দেওয়ার কথা বলেছে বলে জানায়।আর এ ঘটনা ক্ষিপ্ত হয় অটাের মালিক রিপন। পূর্ব পরিকল্পিতভাবে হঠাৎ করে বেলা ১১ টার দিকে স্বপনের দোকানের সামনে বসে থাকা শাহিনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় রিপন।
এ সময় রিপনের ছেলের রায়হান, ও রিপন দেশীয় অস্ত্র নিয়ে শাহীনকে কুপিয়ে ও পিটিয়ে গুরত্বর জখম করে।পরে স্থানীয়রা আহত শাহীনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত শাহীন শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে শাহীনকে মারধরের পর নিজের দায় এরাতে রিপন নিজেও হাসপাতালে ভর্তি হয়।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।