“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে রেখে নওগাঁর আত্রাইয়ে শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এক কমশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী)সকালে উপজেলা প্রশাসন কাযালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, আত্রাই, নওগাঁর সাবিক তত্বাবধানে “ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীষক কমশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন,তরুণরাই আধুনিক বাংলাদেশের গড়ার কারিগর। তাঁদের উদ্বাবনী চিন্তা ও শক্তির মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নওগাঁ মোঃ ফজলুল হক, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নওগাঁ মোঃ মাহমুদ আকতার, আত্রাই যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর ও সামাজিক নেতৃবৃন্দ। উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,নওগাঁ মুঃ জাবেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারী কমকতা এবং গণমাধ্যমকমীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় বাস্তবায়িত হয়।
প্রতিবেদনঃ কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাইল নং০১৭৪৯৫৬৭৩১৪
ক্যামেরায়ঃ- শান্তি আকতার।