শনিবার ১৫ফেরুয়ারি যশোর বার্তা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব চৌগাছা যশোরের আয়োজনে যশোর পৌর পার্কে বার্ষিক মিলনমেলা মেলা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রধান মোঃ আছাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর চেম্বার অব কমার্স সভাপতি মোঃ মিজানুর রহমান খান, মহাসচিব বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট মোঃ সাইফুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যশোর বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সেরা সাংবাদিক শেখ মাহতাব হোসেন, যশোর বার্তা পত্রিকার সহ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল ইসলাম, পাইকগাছায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ, বিশেষ প্রতিনিধি মোল্লা মহব্বত আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শাহিদ, অভয়নগর প্রতিনিধি মিঠুন দত্ত, সহ আরো অনেকে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সেরা সাংবাদিক হিসেবে ক্রেস্ট হাতে তুলেদেন ।