Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সুদীর্ঘ ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি;
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ৮ বছর পর আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সর্বত্র সাজ সাজ রব। যারপরনাই উজ্জীবিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা কমিটি ঘোষণা করা হয়। এরপর আর নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় নাই।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২ টায় নড়াইল শহরের শিল্পকলা একাডেমি চত্বরে নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক ডজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্মেলনে নির্ধারিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমে পড়েছেন।

সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার), জুলফিকার আলী মন্ডল (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (দেওয়ালঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) এবং এ্যাডভোকেট কামরুল ইসলাম (ছাতা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় করছেন।

সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান (গোলাপফুল), যুগ্ম সম্পাদক এ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল (তালা), ও খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম ফেরদৌস রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহার করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতানকে সমর্থন করায় টিপু সুলতান রয়েছেন ফুরফুরে মেজাজে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তারিকুজামান লিটু বলেন, ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন করার জন্য সকল কার্যক্রম আমরা সম্পন্ন করতে পেরেছি । আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।