৩৮ বছর শিক্ষকতার পর কাতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালিপদ রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজকীয় ভাবে দেওয়া হয়।
চোখে ছিল পানি,তবু সিন্ধ হাসি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছ থেকে বিদায় নেন তিনি। এ সময় তিনি নিজে কাঁদেন এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরও কাঁদান। এমন দৃশ্যের অবতারণা হয় বিদায়ী শিক্ষক কালিপদ রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।
মঙ্গলবার ২৩ (সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল উদ্দিন সরকার রাণীশংকৈল মাধ্যমিক শিক্ষা অফিসার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ওবায়দুল হক একাডেমিক সুপারভাইজার রাণীশংকৈল , কাতিহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা মনিব এসময় স্বাগত বক্তব্য রাখেন, এসময়ে আরও বক্তব্য রাখেন পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, রাণীশংকৈল বাসসের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক পয়গম আলী, ফজলুল করিম, সামাউন কবির, শেফালী রানী, রনি রায়, জনতা রানী, প্রতিমা রানী, মোজাম্মেল হক, মৌসুমী আক্তার, হামিদা ডাক্তার, জাহাঙ্গীর আলম, তহুরা আক্তার প্রমুখ ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে। বিষয়টা খুবই কষ্টের ও বেদনার । সে নিঃসন্দেহে একজন ভাল মানুষ এই বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি,ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমান। শিক্ষক জীবনের অনন্য অবদাননের সুফল ও ভাল কর্মের পুরস্কার এটি।
আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ঐ শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন।
বিদায় লগ্নে স্কুলের প্রধান শিক্ষক বিদায়ী শিক্ষককে জরিয়ে ধরে কাঁদলেন, ওই স্কুলের শিক্ষার্থীরা সদ্য বিদায়ী ঐ শিক্ষকের পা ধুয়ে পরিষ্কার করে জুতা পড়িয়ে দেয়। বিদায় মুহূর্তে দুই ধারে দাড়িয়ে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেটকারে তাকে বিদায় দেন।