১৪ ই ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকশিমুল ইউনিয়নের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিন, এতে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ মনিরুল ইসলাম উপাধ্যক্ষ ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা, মাওলানা মোঃ ফারুক আহমেদ, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাকশীমূল ইউনিয়ন।
ইউনিয়ন সেক্রেটারি মোঃ রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মোস্তফা কামাল, জাবির, গোলাম রাব্বী, মোঃ ইব্রাহীম প্রমূখ।
পরে মাওলানা মোঃ খলিলুর রহমানকে সভাপতি ও মোঃ রাসেল কে সাধারণ সম্পাদক ও মোঃ আবু সাইদ কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।