Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন দিবসে রামপালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

“বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাষ্টিক দুষণ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১৪ ফেব্রুয়ারি রামপালে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রামপাল উপজেলা চত্তরে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
ইয়োথ ফর সুন্দরবন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র যৌথ আয়োজনে উপজেলা মাঠ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
প্রেসক্লাব রামপালের সভাপতি এম.এ.সবুর রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন শ্রিফলতলা কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শেখ আবুল কালাম। ইয়োথ ফর সুন্দরবনের সদস্য ও পরিবেশ গবেষক মাহফুজ মাঝির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের তথ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, সদস্য তুহিন মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুন্দরবনের মর্যাদা বৃদ্ধি ও সুন্দরবন সুরক্ষায় ১৪ ফ্রেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা করতে সরকারের কাছে জোর দাবি জানান। মূলত সুন্দরবন সংলগ্ন উপকূলের মানুষেরা দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করেন। সুন্দরবনকে রক্ষায় তরুণদের ঘোষণা হলো, বর্জ্য দুষণ বন্ধ, প্লাষ্টিক দুষণ বন্ধ, ক্ষতিকর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ সকল প্রকার ক্ষতিকর প্রকল্প সুন্দরবনের পাশ থেকে সরিয়ে নিতে হবে। অন্যথায় জনআন্দোলন গড়ে তোলা হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। উল্লেখ্য, প্রতিবছর দিবসটি পালন করে থাকে বিভিন্ন সামাজিক ও সচেতন নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে রামপাল নগরিক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।