কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাশেম হত্যার সাথে জড়িত সকলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় বৈষম্য ছাত্র আন্দোলন চিলমারী শাখার আয়োজনে, চিলমারী সরকারী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এল এসডি মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল টি মিলিত হয় ।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক, আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদ প্রমূখ।
এসময় জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ
বক্তব্যে বলেন ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পালানোর পর দোসররা ঘোষণা দিয়ে আমাদের কাসেম ভাইকে শহীদ করেছে , উপদেষ্টাদের আল্টিমেটাম দিয়ে বলেন দুই দিনের মধ্যে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে ,নয়তো ছাত্র সমাজ আবারো মাঠে নামতে বাধ্য হবে।