জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৈকাল ৩ টায় এ সমাবেশের আয়োজন করা হয়।
আটুল দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী হাবিবুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার সেক্রেটারি ও আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা বিশ্বাস করি, জনগণ ন্যায় ও সত্যের পক্ষে রায় দেবে। তাই প্রতিটি কর্মীকে আন্তরিকতার সাথে মাঠে কাজ করতে হবে। শুধু ভোটের দিন নয়, এখন থেকেই মানুষের দোড়গোড়ায় গিয়ে ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরতে হবে এবং দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন—প্রতিটি ভোটকেন্দ্রে ৮টি বিভাগীয় নির্বাচনী কমিটি এবং স্থানীয় পর্যায়ে পাড়া ভিত্তিক কমিটি গঠনের গুরুত্বআরপ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের কে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করার আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ নূর বক্স মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু, ইউনিয়ন পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের অন্যতম টিম সদস্য মোঃ নাছির উদ্দিন ও মোঃ তুহিনুর ইসলাম, ওয়ার্ড সভাপতি মোঃ আবুল হোসেন ও সেক্রেটারী আব্দুস ছামাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশটি এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।