Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পূবাইল থানা পুলিশ কর্তৃক ০২ জন অপহরণ কারী আসামী গ্রেফতার ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর জেলা প্রতিনিধি)
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিমপাড়া সাকিনস্থ জোড়পুকুরপাড় যুব উন্নয়ন ক্লাবের সামনে পাকা রাস্তার উপর থেকে বুধবার (১২ ই ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ২ টা ৪৫ মিনিটে বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান(৫৪) কে এজাহার নামীয় ০১. আইনুল কবির চৌধুরী (৫২) পিতা মৃত ডাঃ আমির আহমেদ চৌধুরী, সাং হাইত কান্দি, থানা-

মিরসরাই, জেলা-চট্টগ্রাম এ/পি সাং-হোল্ডিং নং-ক-১১৬/২২, দক্ষিণ মহাখালী, থানা-বনানী, ঢাকা মহানগর,ঢাকা।০২. নাসিমুল গনি (৪২) পিতা-মৃত আব্দুস সোবহান, সাং চরবালী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী এ/পি সাং মুজাহিদ নগর (পাসপোর্ট অফিস মোড়), থানা-কদমতলী, ঢাকা মহানগর, ঢাকা
অপহরণকারী অজ্ঞাতনামা ৭/৮ জন সহ আসামীগন ০২টি হায়েজ গাড়ী যোগে বাদীর ব্যক্তিগত নোয়া গাড়ী বেরিকেড দিয়া বাদীকে গাড়ী হইতে টানিয়া হেঁচড়াইয়া নামাইয়া দেশীয় অস্ত্র ধারালো চাপাতি, চাকু ইত্যাদি দ্বারা প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শণ করিয়া জোর পূর্বক অজ্ঞাতনামা হায়েজ গাড়ীতে উঠায়। বাদীর গাড়ীর চালক জনৈক দুলাল (২৫) এগিয়ে আসিলে আসামীগন তাহাকে ধাক্কা দিয়া ফেলে দিয়ে বাদীকে নিয়া চলে যাওয়ার সময় বাদীর গাড়ী চালক চিৎকার চেচামেচি করিলে অনুমান ১০০ গজ দূরে স্থানীয় লোকজন মিলে বেরিকেড দিয়া অজ্ঞাতনামা ০১টি হায়েজ গাড়ী দাঁড় করায় এবং অন্য একটি অজ্ঞাতনামা হায়েজ গাড়ী দ্রুত পালাইয়া যায়। উপস্থিত লোকজন ঘটনার বিষয়টি জানার জন্য উক্ত হায়েজ গাড়ী হইতে বাদী সহ এজাহার নামীয় ০১ ও ০২নং আসামীদ্বয়কে নামাইলে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা আসামীরা দাঁড়ানো হায়েজ গাড়ীটি নিয়া কৌশলে পালাইয়া যায়। পূবাইল থানার দিবাকালিন টহল পার্টির ইনচার্জ এসআই শরিফুল আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এজাহার নামীয় ০২ জন আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক বাদী সহ থানায় হাজির হন। উক্ত ঘটনার প্রেক্ষিতে পূবাইল থানার মামলা নং-০৬(০২)২৫ খ্রি: ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন বিধি মোতাবেক আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।