Crime News tv 24
ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে গলায় মাফলার পেঁছিয়ে এক যুবকের আত্মহত্যা

চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে ফকিরের কুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে সোনালু গাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে মাসুম (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটে।
মাসুম মিয়া ওই এলাকার সাদেক আলীর ছেলে। যুবক মাসুম মিয়া বসতবাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে সোনালুর গাছে ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, মাসুম মিয়ার দুই বউ। এক বউ ঢাকায় থাকে আর এক বউ গ্রামে থাকে। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, পারিবারিক ঘটনার জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবে। এর পরিপেক্ষিতে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে আমরা মরদেহ দাফনের জন্য রেখে যাবো।