গাজীপুর টঙ্গী পূর্ব থানা গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এখন খোলস পাল্টিয়ে জামাত সমর্থক অভিযোগ উঠেছে একাধিক। দীর্ঘ ১৮ বছর আওয়ামী লীগের দোসর হয়ে নির্বাচনের মাঠ বেরিয়েছেন এই ক্যামব্রিস স্কুলের পরিচয়ে।
৫ ই আগস্টের পর থেকে এখন জামাতের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানের দেখা যায় শাহাবুদ্দিনকে। এ বিষয়ে গাজীপুরের জামাতে ইসলাম সমর্থক শিক্ষক বিষয়ক পদের মতিন সাহেব জানান, তিনি এখন জামাত সমর্থক।
রাতের ভোট দিনে করে লক্ষ কোটি টাকার মালিক কেমব্রিজ স্কুলের পরিচয়ে শাহাবাুদিন আবারো নতুন করে নির্বাচনী হালনাগাদ এর কাজ করে জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছেন। ৪৫ নং ওয়ার্ড আসমা কিন্ডার গার্ডেনের ৫ জন, মনোয়ারা মডেল স্কুলের ৫ জন পাঁচজন, হোলি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইকবাল বাহার ক্যামবীজ স্কুলের সহকারী শিক্ষক হয়ে কাজ করছেন অবৈধভাবে। নির্বাচনী হালনাগাদে নানা দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন এই শাহাবুদ্দিন।
এলাকাবাসী জানান, দীর্ঘ বছর যাবত নানা অনিয়ম, দুর্নীতির কাজ করে গেল ও শাহাবুদ্দি আবারো আওয়ামী প্রভাব খাটিয়ে এই নির্বাচনের হালনাগাদের কাজ করে জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছেন।
নির্বাচন অফিসার ফারজানা আবেদীনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচ্ছল ভোটার গণ।