Ultimate magazine theme for WordPress.

যশোর জেলায় বসবাসরত অসহায়, ভাসমান ও হতদরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলো জেলা পুলিশ যশোর।

0
৪০ Views

 

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার সময়
যশোর পুলিশ অফিস নতুন ভবনের সামনে জেলা পুলিশ যশোরের পক্ষ থেকে যশোর জেলায় বসবাসরত অসহায়, ভাসমান ও হতদরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত থেকে অসহায়, ভাসমান ও হতদরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি যশোর জেলার সম্মানিত #পুলিশ_সুপার_জনাব_মুহাম্মদ_আশরাফ_হোসেন_পিপিএম_মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, নোভেল করোনা ভাইরাসের এই কঠিন পরিস্হিতিতে সমাজের সকল শ্রেণীর মানুষসহ সকল খেটে খাওয়া গরীব অসহায়দের পাশে থেকে আমরা যশোর জেলা পুলিশ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।

এটা সামনের দিনগুলোতেও চলবে!

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার অতিঃ পুলিশ সুপার (অপরাধ) যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর)যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।

Leave A Reply

Your email address will not be published.