Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
নভেম্বর ১৭, ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকেরা। তাঁরা শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে রোববার বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বহলবাড়ীয়া থেকে তালবাড়িয়া মধ্যে অন্তত ৩টি স্থানে মানববন্ধন করেছে। একপর্যায়ে শহীদুল ইসলামের সমর্থকেরা মনোনয়ন পুন:বিবেচনা করে স্লোগান দিতে দিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময়ে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক তৌহিদুল ইসলাম আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ আসনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় মনোনয়ন দিলে অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শহীদুল ইসলামের সমর্থকরা পুনঃবিবেচনা করে দলীয় প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানিয়ে মিরপুর ও ভেড়ামারা উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে আসছে।