গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাঘাদিয়া এলাকা হতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের
আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ ১৬:০০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাঘাদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর
জেলার রাজৈর থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামি সুজন বেপারি (২০), পিতা: জলিল বেপারি, সাং: নরারকান্দি, থানা: রাজৈর, জেলা মাদারীপুরকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১১/১১/২৫ খ্রিস্টাব্দ ধৃত আসামি সুজন বেপারী কর্তৃক জনৈক শিশু ভিকটিম জোরপূর্বক ধর্ষণের শিকার হন।
উক্ত ঘটনায় ভিকটিমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

