Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগর পৌর এলাকায় পথসভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গায় কৃষি বিশ্ববিদ্যালয় ও দৌলতগঞ্জ স্থলবন্দর চালুর প্রতিশ্রুতি।

স্টাফ রিপোর্টার আকিমুল ইসলাম:-
নভেম্বর ১৫, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় কৃষি বিশ্ববিদ্যালয় ও দৌলতগঞ্জ স্থলবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আজ শনিবার জীবননগর পৌর এলাকায় পথসভায় এ প্রতিশ্রুতি দেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী।

পথসভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, শত শত নির্বাচনের পরও বিএনপির একটি নেতা-কর্মী দল থেকে যায়নি। কারণ আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ইমানদার ব্যক্তি। আমরা শত অত্যাচার-নির্বাচন, নিপীড়ন এবং প্রলোভনের পরও আমরা মাটি কামড়ে পড়ে থেকেছি দলের পতাকা তলে। আমরা প্রমাণ করেছি ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে বৃহত্তর স্বার্থের জন্য অপেক্ষা করলে আমরা একজন দেশ পরিচালনার দায়িত্ব পাব এবং আমাদের মনে আশা পূরণ করতে পারব।
আজ শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত জীবননগর পৌর এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। এদিন বিকেলে প্রথমে জীবননগর পৌর ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরে পথসভা করেন তিনি। পরে আশতলাপাড়া, কাজী টাওয়ারের সামনে, তেতুলিয়া, থানাপাড়াসহ পৌর এলাকায় পথসভা করেন তিনি।
তিনি আরও বলেন, অত্র এলাকার জন্য যেটা বহুদিনের দাবি, জীবননগরে যে ল্যান্ডপোর্ট বহুদিন ধরেরই হচ্ছে না, সবাই বলছে হচ্ছে না। ইনশাইল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের রায়ে যদি দেশ পরিচালনায় দায়িত্ব পায় তাহলে অবশ্যই এটা করা হবে।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, কৃষিভিত্তিক যে ফসল, নৃত্য নতুন আবিষ্কার, যেটা নিয়ে আমরা কাজ করছি, মৌলিক ফসল ধান, গম এগুলোর বাইরে, আমরা যে চাষাবাদ করে বিশেষ করে ফল এসব চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চুয়াডাঙ্গা আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সমর্থন নিয়ে তাহলে চুয়াডাঙ্গায় ইনশাআল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য চেষ্টা করবো