Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এই প্রথম রাঙামাটির প্রশাসনে নারীর অগ্রযাত্রা ডিসি নাজমা আশরাফী।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
নভেম্বর ১৫, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

 

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-

পার্বত্য জেলা রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের উপসচিব নাজমা আশরাফী।

জেলার প্রশাসনিক ইতিহাসে তিনিই প্রথম নারী ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)২৫ খ্রিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়। এ তালিকায় নাজমা আশরাফীর নামও অন্তর্ভুক্ত রয়েছে। জনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম।

নতুন পদায়নের আগে নাজমা আশরাফী অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাঁকে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হাবিব উল্লাহ্। ২০২৪ সালের জুলাই মাসে তিনি এ পদে যোগ দিয়েছিলেন।

নাজমা আশরাফীর এ নিয়োগকে রাঙামাটিতে নারীর নেতৃত্বের নতুন অগ্রযাত্রা হিসেবে দেখা হচ্ছে।