রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, সমাজসেবক, কবি ও রাজনীতিবিদ, গোদাগাড়ী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজ শেষে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ শেষে ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, ‘জনগণ চায় নিরাপদ সমাজ, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও টেকসই কর্মসংস্থান। এবি পার্টি সেই প্রত্যাশার জায়গা থেকেই বিকল্প নেতৃত্বের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।’
মুসল্লীদের সাথে কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই” সবাইকে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি সুশাসনের বাংলাদেশ সম্ভব, যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং রাজনৈতিক নেতৃত্ব হবে জনকল্যাণে নিবেদিত।’

