Crime News tv 24
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সদর উপজেলার চর বুখাই নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখমের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:-
নভেম্বর ১২, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সদর উপজেলার চর বুখাই নগর গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনুস খান (৪০) নামের একজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।আহত ইউনুস খান চর বুখাই নগর গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে।আজ বুধবার সকাল দশটায় এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত সূত্রে জানা গেছে, আহত ইউনুস খানের স্ত্রী জেসমিন বেগমের গরুর খাবারের ককশিট কে যেন পুকুরে ফেলে দেয়।এ নিয়ে ইউনুস খানের স্ত্রী চিল্লাপাল্লা শুরু করলে প্রতিপক্ষ সালাম খানের স্ত্রী সুফিয়া সেই কথা ধরে উল্টো গালিগালাজ শুরু করে।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে। এক পর্যায়ে সালাম খান, সুফিয়া ও তার মেয়ে মারিয়া লাঠি নিয়ে জেসমিন কে এলোপাথাড়ি পেটাতে শুরু করে।

এ সময় ইউনুস খান তার স্ত্রীকে বাঁচাতে আসলে প্রতিপক্ষ সালাম খান ঘর থেকে ধারালো দা এনে  স্ত্রী সুফিয়ার হাতে দেয় এবং স্ত্রী সুফিয়া, ইউনুস খানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরে জখম করে।এদিকে এ ঘটনায় অপর পক্ষের সুফিয়া ও তার মারিয়া হাসপাতালে ভর্তি হয়েছে।বর্তমানে আহত ইউনুস খান শেবাচিমের পুরুষ সার্জারি থ্রি ইউনিটের মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আহত ইউনুস এর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।