Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের ৪৯ তম ধর্মীয় রাস উৎসব নানা আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:-
নভেম্বর ১১, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক রাসমেলা আঙ্গনে ৭ দিন ব্যাপী নানা নানাআয়োজনকরেছেঅনুষ্ঠানমালায়কবি,সংকির্তণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাদপালা অনুষ্ঠিত হচ্ছে।
১০নম্ভেবর সোমবার রাতে মা হলো বন্দি যাত্রা পালাটি অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে হাজারো দর্শকের পদচারণে আনন্দ মেলা প্রাঙ্গণ মূখরিত হয়ে পড়ে। প্রাঙ্গণে ছিল চোখ ধাঁধণো আলোক সজ্জা। আমাদের ,বিকাল থেকে সারারাত মন্দিরে চলে পুজা অর্চণা। অনুষ্ঠে অতিথি হিসাবে উপস্হিত হিসাবে উপস্হিত হিসাবে উপস্হিত ছিলেন দাজোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন,সিনিয়র- সহসভাপতি স্বপন কুমার রায়,,উপস্হিত ছিলেন,পুজো উদযাপন কমিটির সহ-সভাপতি ভবেন মন্ডল,সহ-সভাপতি বিকাশ মন্ডল,যুগ্ম সম্পাদক পলাশ মন্ডল মৃত্নজয় মন্ডল,সাংস্কৃতিক সম্পাদক দেবব্রত বাইন, ঝন্টু মন্ডল,মাখন ও কালিপদদ সরদার ,বাজার সম্পাদক সনজিত মন্ডল,রাসখোলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রাধাকান্ত মন্ডল ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ রায় বলেন,প্রতি বছরের ন্যায় এ বছরেও অনেক অনুষ্ঠান মালা রেখেছি এর মধ্যে ধর্মীয় অনুষ্ঠা রয়েছে।আমরা আশা করছি দর্শকরা নিরাপদে এ উৎসব উপভোগ করবেন।
রাস উৎসব ঘিরে হাজারো মানুষের নিরাপত্তায় রয়েছে দাকোপ থানা প্রশাসন।উল্লেক্ষ্য, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বস করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় ২০০ বছর ধরে রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।