Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নজরুল তুমি বাঙালির ক্ষুধা…….

তাছলিমা আক্তার মুক্তা:-
নভেম্বর ১১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

নজরুল তুমি বাংলার আলো

বাঙালির মনের ক্ষুধা ,
নজরুল তুমি বাংলার অলংকার
প্রাণের প্রণয়ী সুধা ।

নজরুলের প্রেমে বাঙালি মত্ত
তার কবিতা গানের পাগল ,
তার কবিতায় মিশে আছে কোটি
জনতার কথা ও মনোবল।

মুসলিমের জন্য তিনি লিখেছেন
ইসলামী শত শত গজল ,
রাসুলের শানে লিখিত নাত
পঠনে আজো বাঁধে দল ।

নারী পুরুষের সমতার তরী
ভাসিয়ে দিয়ে গেছেন তিনি ,
তার কবিতা গানে আজো বাঙালি
আনন্দে বিমোহিত প্রতিদিন ।

কৃষক শ্রমিক কুলি দিনমজুর
সকলে আমরা সকলের তরে ,
মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
তিনি লিখে গেছেন জীবন ভরে ।

বাংলা ভাষা ভাষি আর বাঙালি
থাকবে যতোদিন এ মাটিতে ,
নজরুল তুমি জাতীয় কবি
ধরে রাখবো নিজেদের ঘাটিতে।