নিজস্ব প্রতিবেদকঃ-
ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ ও এসআই সেলিম রেজার অনৈতিক কর্মকান্ডের বিষয় নিয়ে প্রতিবেদন তৈরী করায় সাংবাদিক কেএম হারুন কে,ওসি এসআই বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন, গত ১৩/১২/২০২৪ ইংরেজি তারিখ রোজ শুক্রবার কাঠালিয়া উপজেলার ঝোরখালী গ্রামের মোঃ জাকির হোসেন কে তুলে নিয়ে মিথ্যা মামলায় চালান করে দিবে বলে একলক্ষ টাকা দাবী করে ওসি ও এসআই সেলিম রেজা, জাকির হোসেন টাকা দিতে অশিকার করলে তাকে মেরে ওসির রুমে ফ্লোরে ফেলে পা দিয়ে ওসি লাথি মারতে থাকে একপর্যায়ে ৫৫ হাজার টাকা নিয়ে জাকির কে ছেড়ে দেন, জাকির বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পরে মেরুদণ্ডের উপর লাথির আঘাতের কারনে গুরুতর অসুস্থ অনুভব করলে বামনা উপজেলা সাস্থকম্পেলেক্স ভর্তি হন,এই সকল বিষয় নিয়ে নিউজ করায় ওসি এসআই এএসআই কাশেম সহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন, এই বিষয় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং মাননীয় মহা পুলিশ পরিদর্শক সদরদপ্তর বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হবে সাংবাদিক কেএম হারুন এর পক্ষে থেকে, আর ভুক্তভোগী জাকির হোসেন আগামী রবিবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে সঠিক বিচারের জন্য একটি মামলা দায়ের করবেন, এখনো ডায়নি খুনি হাসিনার এজেন্ট বাস্তবায়ন করার জন্য এরকম কিছু অফিসার মুখোশ পরে প্রভাব বিস্তার করছেন কিন্তু তারা জানেন না,যে এটা ছাত্রজনতার স্বাধীন দেশ যে স্বাধীনতা ফিরিয়ে আনতে ২৭/০৭/২০২৪ ইংরেজি তারিখ আমি সহ আরো অনেকে নাশকতা মামলার আসামী হয়ে পালিয়ে জীবন যাপন করেছি, আওয়ামিলীগের ১৬ বছরে ১৬ মাস বাড়িতে ঘুমানোর সুযোগ পাইনি আর এখনো সেই ৫ ই আগষ্টের আগের দিন হিসেব করে চলেছে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচেনলা ও এসআই সেলিম রেজা, এএসআই আবুল কাসেম, আমি বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাদের বিনতি ভাবে অনুরোধ করছি আমার অভিযোগ সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।