খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন বাগেরহাটের সদর উপজেলার বর্তমান নির্বাহী অফিসার এস এম মোস্তাফিজুর রহমান । তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র স্থলাভিসিক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে যোগাদান করতে যাচ্ছেন ।
এস এম মোস্তাফিজুর রহমান
ইতি পূর্বে বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দির্ঘ দিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি পদোন্নতি পেয়ে নড়াইল জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় বটিয়াঘাটায় ইউএনও পদটি শূন্য হয়।
বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম মোস্তাফিজুর রহমান ৩৬ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পদে যোগ দেন। আগামী যে কোন দিন তিনি আনুষ্ঠানিক ভাবে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন বলে সংবাদকর্মীদের মুঠো ফোনে জানান।