Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মো ফরিদুল হক গাংনী উপজেলার প্রতিনিধি:-
অক্টোবর ২১, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে পাটজাত পণ্য ব্যবহার না করার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে গাংনী শহরের দুই ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের পাটজাত পন্য ব্যবহারের জন্য বিভিন্নভাবে সচেতন করা হয়।তবে ব্যবসায়ীরা এসব অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। এরই ধারাবাহিকতায় গাংনী বাজারে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪/১৪ ধারা অনুযায়ী সরব ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও মেসার্স কাবরান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন বলেন, পাটজাত পণ্য ব্যবহার না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিভিন্নভাবে ব্যবসায়ীদের সচেতনও করা হচ্ছে। আইন অমান্য করলে কোন ছাড় দেওয়া হবে না।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
এসময় অভিযানে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি টিম।