Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪ কর্তৃক আসামি গ্রেফতার-০৩

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পৃথক ০৩ টি অভিযানে ৩ টি ভিন্ন মামলার ০৩ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে।

_গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে : ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার
১/ মোঃ ফজলুল হক সরকারের ছেলে মোঃ অলিউজ্জামান(৩৯)
২/মোঃ মতি মিয়ার ছেলে আরিফুল হক রনি (৩৯)
৩/ মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ আজিম (৩০)

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ময়মনিসংহ জেলার দায়রা নং-১২০৬/২৪, কোতোয়ালী সিআর নং-১৬৯০/২৩, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮, প্রসেস নং-১২৬২/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ অলিউজ্জামান (৩৯), পিতা-মোঃ ফজলুল হক সরকার, সাং-উজান বাড়েরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১১:৫৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাসে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর অপর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮০(৯)২০, জিআর নং-৭৭৬/২০, প্রসেস নং-২৬১/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আরিফুল হক রনি (৩৯), পিতা-মোঃ মতি মিয়া, সাং-১৬৫/বি, আর কে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক ১২:২৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মান্নান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

একই কোম্পানীর অপর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮১(১১)২০, জিআর নং-৯৭৮/২০, প্রসেস নং-২৬৪/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আজিম (৩০), পিতা-মৃতঃ বাদশা মিয়া, সাং-আকুয়া জুবলী কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২১ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১০:৩৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সরকারী কলেজের পাশে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।