বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বাদ এশা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নুরুল ইসলাম (সাজল) এবং পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা ও ইউনিয়ন টিম সদস্য আজিজুর রহমান রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর বায়তুলমাল সম্পাদক আব্দুল হাই আল-মামুন, সাবেক ছাত্র নেতা ও ইউনিয়ন টিম সদস্য খলিলুর রহমান, চুনারুঘাট উলামা বিভাগের সভাপতি মাওলানা তাজুল ইসলাম এবং ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী একটি সুশৃঙ্খল দল। জনগণের সেবা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. নুরুল ইসলাম সাজল বলেন, “এখনই সময় ভিন্ন মতের কর্মীদের যাচাই-বাছাই করার। মানুষ ব্যালটের মাধ্যমে নিরব বিপ্লব ঘটাবে—এই বিশ্বাস নিয়েই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”
আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।