Crime News tv 24
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কু‌ষ্টিয়ায় নিজ বাড়িতে ভ্যানচালক কুপিয়ে হত্যা।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
অক্টোবর ১৯, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে একজন ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার(১৯ অক্টোবর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত মোশারফ হোসেন মুসা (৫৫) শান্তিডাঙ্গা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘ‌রের বারান্দায় ঘুমাচ্ছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা ক‌রে‌ দুর্বৃত্তরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পান। নিহত ব্যক্তির মেয়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জান‌তে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ও‌সি মেহেদি হাসান বলেন,‌ নিহত ব্যক্তির বু‌কে হাসুয়া জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ্যান চু‌রির জন্য এমন নির্মম হত্যাকান্ড নয়। তাহ‌লে অপরাধীরা ভ্যানও স‌ঙ্গে ক‌রে নি‌য়ে যেত। বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হ‌বে।