জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রখ্যাত প্লাস্টিক সার্জন ও কুষ্টিয়ার কৃতী সন্তান ডাঃ বায়েজিদ বোস্তামী নিজ এলাকার মানুষের সেবায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে তিনি নিজ গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়ায় চালু করেছেন ‘ডাক্তার বাড়ি’ নামের চিকিৎসাসেবা কার্যক্রম।
গত ০৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে এ ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এখান থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার নিয়মিতভাবে এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
ডাঃ বায়েজিদ বোস্তামী জানান, রাজধানীর ব্যস্ত জীবনের মাঝেও নিজ গ্রামের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, ‘ডাক্তার বাড়ি’ স্থানীয় পর্যায়ে একটি মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা বঞ্চিত হবে না।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
ঠিকানা: ডাক্তার বাড়ি, কৈগাড়িপাড়া, বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।
সেবা সময়: প্রতি মাসের প্রথম শুক্রবার।