(রাণীশংকৈল-পীরগঞ্জ) ঠাকুরগাঁও ৩ আসনের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা সমাবেশের আয়োজন করেন। ১৫ অক্টোবর (বুধবার)সন্ধ্যায় উপজেলার ৫নং বাচোর ইউনিয়ন কাতিহারে গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি প্রার্থী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আবু জাফরসহ আরো অনেকে। আলোচনা শেষে প্রধান অতিথি গণঅধিকার পরিষদের ৫নং বাচোর ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।