Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান এবং জুলাই সনদের ভিত্তিতে ও পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের শিক্ষা হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রোপরশনার রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে (PR)জাতীয় নির্বাচন অনুষ্ঠান আবশ্যক।


আজ ২৬ সেপ্টেম্বর জুমাবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাউছিয়া মার্কেটে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, এডভোকেট ইসরাফিল হোসাইন,মাওলানা ফারুক আহমাদ, মোহাম্মদ হানিফ ভূঁঞা, খাইরুল ইসলাম, আনিসুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী কাঠামোয় ফিরে যেতে চায় না, আর কোনো স্বৈরশাসক কিংবা একনায়ক দেখতে চায় না। আমি ডামি কিংবা দিনের ভোট রাতে করার মতো নাটক দেখতে চায়না। এই সব অপশাসন ও দুঃশাসন বন্ধ করতে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী আমলের অন্যায়, জুলুম নির্যাতন, গুম খুনের বিচার এখনো দৃশ্যমান নয়। যে চেতনা এবং প্রেরণা নিয়ে ছাত্র যুবক শ্রমিক জনতা জুলাই আন্দোলন করেছে, সেই চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে।

আনোয়ার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড়ো অভাব সৎ, যোগ্য নেতৃত্ব। রাজনৈতিক নেতৃবৃন্দ সততা, আন্তরিকতা, দেশপ্রেম এবং আল্লাহর কাছে জবাবদিহীর অনুভূতি নিয়ে কাজ করলে এই বাংলাদেশকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা সম্ভব। বিশ কোটি মানুষের হাতকে কর্মীর হাতে পরিণত করতে পারলে আমরা গোটা দুনিয়ার জন্য উদাহারন হতে পারি। তিনি রূপগঞ্জ উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে মাহফুজুল ইসলাম আবদুল মজিদ বলেন, পি আর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা, ভোট কেন্দ্র দখল এবং নির্বাচন নিয়ে জালিয়াতী বন্ধ হবে