নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ জোরদার করেছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিন। গণমানুষের নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসা এই প্রার্থী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে রহমতপুর জামে মসজিদে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
জুমার নামাজ শেষে মসজিদের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, আমার জীবনে কোনো ব্যক্তিগত লোভ-লালসা নেই। আমার একমাত্র ইচ্ছে হলো মোগড়াপাড়া ইউনিয়নের উন্নয়ন করা এবং ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে এই ইউনিয়নকে আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, বিগত সময়ে অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার মতো মৌলিক সমস্যাগুলো সমাধান করা যায়নি। অথচ জনগণ প্রতিবারই আস্থা রেখে ভোট দিয়েছে। তাই জনগণের এই আস্থার মর্যাদা রক্ষা করার দায়িত্ব এবার আমি নিতে চাই যদি আপনারা আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আলহাজ্ব আশরাফ উদ্দিন তার বক্তব্যে মসজিদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, মসজিদ শুধু নামাজ পড়ার স্থান নয় এটি মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার কেন্দ্র। তাই প্রতিটি মসজিদের উন্নয়নে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। মসজিদের ইমাম-মুয়াজ্জিন থেকে শুরু করে সাধারণ মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
স্থানীয় মুসল্লিরা তার বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অনেকেই দোয়া করেন যাতে তিনি নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ তাকে একজন শিক্ষিত, সৎ ও নির্লোভ প্রার্থী হিসেবে আখ্যায়িত করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি নির্বাচিত হলে মোগড়াপাড়া ইউনিয়ন সত্যিকার অর্থে পরিবর্তনের মুখ দেখতে পাবে।
নির্বাচনী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রহমতপুর জামে মসজিদ থেকে বেরিয়ে তিনি আশেপাশের এলাকায় ঘরে ঘরে যান এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি তিনি জনগণের সামনে তুলে ধরেন।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিন শেষ মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনগণই আমার শক্তি, জনগণই আমার সম্বল। আমি কোনো দলমতের ঊর্ধ্বে উঠে আপনাদের সেবা করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দেন।
তার এই বক্তব্য ও গণসংযোগ কার্যক্রমে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনেকেই মনে করছেন, এ নির্বাচনে আলহাজ্ব আশরাফ উদ্দিন একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত হচ্ছেন।